মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | সিপিএম-আইএসএফ সমর্থকদের অ্যাকাউন্টে ঢুকল আবাসের টাকা, তৃণমূল পাঠাল মিষ্টির প্যাকেট, 'বেনজির' রাজধর্ম শাসকের

Kaushik Roy | ০৭ জানুয়ারী ২০২৫ ১৪ : ০৬Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: আবাস যোজনার বাড়ি বণ্টন নিয়ে বিরোধীদের বিস্তর অভিযোগ ছিল। পঞ্চায়েতের বিরুদ্ধে ছিল পক্ষপাতিত্বের অভিযোগ। বিরোধী দলের সমর্থকদের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষ রাজধর্ম পালনের নজির গড়ল। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বারাসত দুই নম্বর ব্লকের দাদপুর পঞ্চায়েতের সিপিএম ও আইএসএফ সমর্থকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবার আগে রাজ্যের আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকেছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের পক্ষ থেকে ওই উপভোক্তাদের বাড়িতে ফুল ও মিষ্টির প্যাকেট পাঠানো হয়েছে। দাদপুর পঞ্চায়েতের পকদাহ গ্রামের শতাধিক পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মঙ্গলবার রাজ্যের আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকেছে।

 

প্রাপকদের মধ্যে বেশিরভাগই সিপিএম ও আইএসএফ সমর্থক। তৃণমূল সমর্থক পরিবার হাতেগোনা কয়েকটি। বিরোধীদলের সমর্থক হওয়ার পরেও তাঁদের অ্যাকাউন্টে আগে টাকা ঢোকায় সিপিএম ও আইএসএফ সমর্থকেরা অবাক হয়ে গিয়েছেন। তাঁদের বক্তব্য, আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে আগে একাধিকবার আবেদন করেছিলেন। কিন্তু তখন টাকা ঢোকেনি। তাই নিরুপায় হয়ে ত্রিপলের ছাউনি দেওয়া বাড়িতে তাঁদের দিন কাটাতে হয়েছে। অথচ শাসকদলের সমর্থকদের পাকা বাড়ি থাকলেও আগে সেই টাকা পেয়ে গিয়েছেন।  সিপিএম ও আইএসএফ সমর্থকদের অভিযোগ ছিল, বিরোধী রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় তাঁরা বৈষম্যের শিকার হয়েছেন। কিন্তু এবার উল্টো ঘটনা ঘটল। তৃণমূল নয়, সিপিএম ও আইএসএফ সমর্থকেরাই আগে বাড়ি তৈরির টাকা পেয়ে গেলেন।

 

পাকদহের বাসিন্দা সিপিএম সমর্থক আব্দুল জলিল বলেন, 'আবাস যোজনার ঘরের জন্য আমরা বেশ কয়েকবার আবেদন করেছি। কিন্তু ঘর পাইনি। এবার দেখলাম উল্টো ঘটনা ঘটল। আমরাই আগে ঘরের টাকা পেয়ে গিয়েছি। তৃণমূলের লোকেরা বরং কম পেয়েছেন। পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের বাড়িতে ফুল ও মিষ্টির প্যাকেট দিয়ে গিয়েছে। রাজ্য সরকারের ভূমিকাকে স্বাগত জানাই।' আইএসএফ সমর্থক নাজমুল আলম বলেন, 'আমরা বিরোধী দলের সমর্থক। অথচ আমাদের অ্যাকাউন্টে আগে টাকা ঢুকে গিয়েছে। সরকারের এই ভূমিকা বেশ ভাল লাগল। পঞ্চায়েত কর্তৃপক্ষকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি।'

 

দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে এসেছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে কখনও রাজনৈতিক রং দেখেন না। বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির টাকা বণ্টনের ক্ষেত্রে বিরোধীরা আমাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করত। সেটা যে তাদের ভুল অভিযোগ ছিল, আশা করি এবার সকলে তা বুঝবেন।' উপপ্রধান আবাস যোজনার উপভোক্তাদের উদ্দেশে আরও বলেছেন, 'যদি কেউ আবাসের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কাটমানি দাবি করেন, অবশ্যই উপভোক্তা যেন পঞ্চায়েতে তা জানান। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।’


Local NewsWB NewsMamata Banerjee

নানান খবর

নানান খবর

চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে

একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ

বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত

ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল

দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল 

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক 

মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা

১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

সোশ্যাল মিডিয়া